আমোদ প্রতিনিধি।
খুনের মামলার প্রধান আসামি আইনজীবী সাইফুদ্দিন সবুজ ও তার বন্ধু আজহারুল ইসলামকে গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁ থেকে তাদেরকে আটক করা হয়। আসামিদেরকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি মোঃ আনোয়ারুল হক।
মামলার সূত্রমতে,গত ১৪ ডিসেম্বর রাতে কুমিল্লা কৃষি অফিসের কর্মচারী জহিরুল ইসলামকে কুমিল্লা আড়াইওড়ায় সাইফুদ্দিন সবুজ ও তার সঙ্গী আজহারুল ইসলাম জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জহিরুল ইসলাম আদর্শ সদর উপজেলার চম্পক নগর এলাকার ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনার পরদিন ১৫ ডিসেম্বর নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে।
কোতয়ালি মডেল থানার ওসি মোঃ আনোয়ারুল হক জানান, মামলার প্রধান দুই আসামি সাইফুদ্দিন সবুজ ও আজহারুল ইসলামকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছি। আসামিদেরকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com