কুমিল্লায় জমজ শিশুর নাম পদ্মা-সেতু

মোহাম্মদ শরীফ

মঙ্গলবার (২১জুন) সকাল ১০টায় জেলার বরুড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবাসী সোহাগ মিয়ার স্ত্রী জুমুরের কোল জুড়ে জন্ম নেয় ফুটফুটে দুটি কন্যা শিশু। কুমিল্লায় একসাথে জন্ম নেওয়া এই দুই জমজ কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘পদ্মা ও সেতু’। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল এর পরামর্শে শিশু দুটির নাম হয়।

জুমুর জানান, ‘নাম গুলো আমার পছন্দ হইছে। বাবুদের বাবাও নাম গুলো পচন্দ করেছেন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল বলেন, ‘স্বাভাবিক প্রসবে বরুড়া উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার (২০) বাচ্চা দুটোর জন্ম দেন। । নবজাতক ও তাদের মা সুস্থ আছেন’।

তিনি আরো বলেন, ‘ আমি তাদের নাম রাখি পদ্মা ও সেতু। উপজেলা কমপ্লেক্স থেকে নবজাতক ও তার মাকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতককে উপহারসামগ্রী দেওয়া হয়। তাদের চিকিৎসায় সব সুবিধা দেয়া হবে।