অফিস রিপোর্টার।।
কুমিল্লার ঈদবাজারে পণ্যের প্রাইজ ট্যাগের উপর নতুন প্রাইজ ট্যাগ লাগিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। প্রতারণার দায়ে মঙ্গলবার তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা।
সূত্রমতে,নতুন প্রাইজ ট্যাগ লাগিয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে নগরীর কান্দিরপাড়ে বাটার জুতার শোরুমকে ২০ হাজার টাকা, মনোহরপুরে এপেক্সের ডিলার তাহিরা ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং আমানাত শাহ কোম্পানির লুঙ্গি ৭১০ টাকার স্থলে ১১৩০ টাকা এবং ৪৫০ টাকার স্থলে ৬১০ টাকা বিক্রির দায়ে মনোহরপুরে কমলা গার্মেন্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, আমরা যেখানে অভিযোগ পাচ্ছি সেখানে ছুটে যাচ্ছি। পাশাপাশি আমাদের নিয়মিত তদারকি অভিযান অব্যাহত আছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com