অফিস রিপোর্টার।।
কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় মোহাম্মদ রনি (৩০) নামের এক চা দোকানি নিহত হয়েছেন।
মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত রনি উপজেলার বিজয়পুর ইউনিয়নের সাওড়াতলি গ্রামের মৃত মো.আবুল খায়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে কুমিল্লার উপ-সহকারী প্রকোশলী (পথ) লিয়াকত আলী মজুমদার। তিনি জানান, ওই যুবক লেভেল ক্রসিং গেট (বেরিয়ার) অবৈধভাবে পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে।
লিয়াকত আলী মজুমদার জানান, মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি পদুয়ার বাজার এলাকা অতিক্রম করার সময় গেটম্যান লেভেল ক্রসিং গেট (বেরিয়ার) ফেলে দেন। এ সময় রনি নামের ওই ব্যক্তি গেটের নিচ দিয়ে বাইসাইকেল নিয়ে দ্রুত পার হওয়ার চেষ্টা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী এলাকায় রিভারভিউ ফিলিং স্টেশনে
তাঁর চা দোকান রয়েছে। মঙ্গলবার সকালে পদুয়ার বাজার থেকে বাই সাইকেল যোগে দোকানের
জন্য কলা নিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com