কুমিল্লা আদর্শ সদর উপজেলার মাঝিগাছা এলাকায় তবারক বিতরণ নিয়ে দ্বন্দ্বে যুবক নিহতের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয় মাঝিগাছা এলাকার মোঃ নাছির (৪০) ও মোঃ মামুন (৩০)। নিহত মাসুক মিয়া(২৮) ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
তিনি জানান, খুনের ঘটনায় সোমবার সকালে নিহত মাসুক মিয়ার বড় ভাই মোঃ জালাল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৫ জনকে নামোল্লেখ করে ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান জানান, রবিবার রাতে দুই আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে স্বামী হারিয়ে কাঁদছেন নিহত মাসুকের স্ত্রী রুবি আক্তার। নিহত মাসুকের দুই মেয়ে রয়েছে।
রুবি আক্তার বলেন, ওরা আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি তাদের বিচার চাই।
উল্লেখ্য-গত শবে বরাতের রাতে মসজিদে তবারক বিতরণ নিয়ে কয়েকজন যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রোববার সন্ধ্যায় ওই ঘটনার জের ধরে ছুরিকাঘাতে মাসুক নামের একজন যুবক নিহত হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com