মাহফুজ নান্টু।।
কুমিল্লায় প্রশাসনের পাশাপাশি দোকান মালিক সমিতির তদারকি অভিযান চলছে। এ কারণে প্রতিদিনই একটু একটু করে কমছে পেঁয়াজের দাম। এতে করে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মনে। তবে স্টক ব্যবসায়ীরা পড়েছেন বিপদে। অগ্রিম পেঁয়াজ কিনে গুদামজাত করেছেন। এখন বিক্রি না হওয়ায় পচন শুরু করেছে।
সোমবার নগরীর অন্যতম পাইকার বাজার চকবাজারের তেরীপট্টিতে গিয়ে দেখা যায়, বাজারে পাইকারি ৪৮-৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। খুচরা কেজি প্রতি ৬০-৬৫ টাকা। মঙ্গলবার সরেজমিনে নগরীর রাজগঞ্জ- চকবাজারের তেরীপট্টিতে ঘুরে ও পাইকারদের সাথে কথা বলে জানা যায়, গতকালের চেয়ে আজ অন্তত কেজি প্রতি ২/৩ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ৪০-৪৫ টাকা আর খুচরা বাজারে ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কুমিল্লা জেলা ব্যবসায়ী নেতারা জানান, প্রশাসনের সাথে দোকান মালিক ও মার্চেন্ট এসোসিয়েশনের সমন্বিত সমন্বিত অংশগ্রহণের ফলে বাজারে প্রতিদিনই পেঁয়াজের দাম কমছে। সাশ্রয়ী মূল্য পেঁয়াজ বিক্রি করছে বিক্রেতারা। পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে।
মঙ্গলবার অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা। বাজার ঘুরে তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে পেঁয়াজের দাম স্থিতিশীল আছে। গতকালের তুলনায় আজ দাম অন্তত ৩/৪ টাকা কমেছে। তবে বেশী দামে পেঁয়াজ বিক্রি করার মত কোন অভিযোগ পাইনি। যদি কোন অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসন থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে কুমিল্লা দোকান মালিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমরা দোকান মালিক সমিতি থেকে নিয়মিত তদারকি করছি। পেঁয়াজের বাজার স্থিতিশীল আছে। এমন অবস্থা অব্যাহত রাখতে দোকান মালিক সমিতি বদ্ধ পরিকর।
চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলী আশরাফ বলেন, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে কুমিল্লা জেলা প্রশাসন ভোক্তা অধিদপ্তরসহ ব্যবসায়ী সমিতির নেতারা সক্রিয় রয়েছে। আশা করি কেউ পেঁয়াজ নিয়ে বাড়তি সুবিধা গ্রহণ করতে পারবে না।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সদস্য ফয়েজ আহমেদ, মোস্তাফিজুর রহমান বিপু, সদস্য শাহাদাৎ খান সুমন, চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক লিটন মিয়া, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী নির্বাহী সদস্য আলমগীর হোসেনসহ অন্যান্যরা। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com