অফিস রিপোর্টার।।
কুমিল্লায় দ্বিতীয় ডোজের ৪০ হাজার ভ্যাকসিন সংকট রয়েছে। বর্তমানে যে পরিমাণ মজুদ আছে, তা চলবে আগামী ১৫জুন পর্যন্ত। কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লায় প্রথম দফায় দুই লাখ ৮৮হাজার ডোজ ভ্যকসিন আসে। দ্বিতীয় দফায় আসে এক লাখ ৪১ হাজার ভ্যাকসিন। এর মধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন দুই লাখ ২৬ হাজার ৬৩২ জন। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন প্রায় এক লাখ ৬০ হাজার জন।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা.শাহাদাত হোসেন জানান, ‘দ্বিতীয় দফায় ডোজ প্রথম দফার চেয়ে কম অসে। এছাড়া দ্বিতীয় দফা ভ্যাকসিনের সংকট দেখা দেয় দেশের কয়েকটি জেলাতে। তাই ভ্যাকসিন গ্রহণের জন্য বিভিন্ন জেলা থেকেও লোক এসে ভিড় করেন কুমিল্লায়। এমনিতেই মজুদ কম, তার ওপর কুমিল্লায় ভ্যাকসিন শেষ হয়ে আসার এটাও একটি কারণ।’
সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন,‘ কুমিল্লা বৃহৎ জনসংখ্যার জেলা। জেলায় অনেক ভ্যাকসিনের দরকার হবে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুত নতুন চালান নিয়ে আসতে পারি।’
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com