কুমিল্লায় ধাওয়া করে পাঁচ লাখ টাকার অবৈধ কাঠ আটক 

আমোদ প্রতিনিধি।।
কুমিল্লায় অবৈধ কাঠবাহী ট্রাক প্রবেশ করছে, কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে এমন সংবাদ জানতে পারে বন বিভাগের লোকজন। ট্রাকটি ফেনী পেরিয়ে মহাসড়কের কুমিল্লা অংশে প্রবেশ করলে পেছন থেকে ধাওয়া করেন তারা। বৃহস্প্রতিবার ভোর ৪টার দিকে সুয়াগাজী ফরেস্ট স্টেশনে পৌঁছালে সামনে থেকে ব্যারিকেড দেওয়া হয়। এসময় ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যান। ট্রাকটি থেকে ৩০০ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। কাঠের বাজার মূল্য পাঁচ লাখ টাকা।  অভিযানে নেতৃত্ব দেন সুয়াগাজী চেক পোস্টের ফরেস্ট রেঞ্জার আবুল কালাম আজাদ। সাথে ছিলেন কুমিল্লা বনবিভাগের একদল বনকর্মী।
কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ট্রাক ও কাঠ জব্দ করা হয়েছে। অবৈধভাবে কাঠ পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।