প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৬:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ৯:৪৮ অপরাহ্ণ
 কুমিল্লায় পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিত 
  
    
    
    
আমোদ প্রতিনিধি 
কুমিল্লায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী মোবাইলফোন থেকে গান সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় শান্ত (১৯) নামের এক তরুণকে রোববার কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শান্ত নগরীর ঢুলিপাড়া এলাকার একটি বাসার ভাড়াটিয়া মহিউদ্দিনের ছেলে। সে কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় কাজ করেন। 
সূত্র জানায়, নির্যাতিতা ও অভিযুক্ত তরুণ দু’জনই একই বাড়ির পাশাপাশি ঘরে পরিবার নিয়ে বসবাস করে। শনিবার বিকেলে ওই তরুণের মোবাইলফোন থেকে গান সংগ্রহ করতে তার ফোনটি নেয় নির্যাতিতা।
পরে ফোনটি ফেরত দিতে গেলে ওই তরুণ তার বাসায় কেউ না থাকার সুযোগে ছাত্রীকে ধর্ষণ করে। ওই রাতে অভিযুক্ত তরুণকে আটক করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির সদস্যরা।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.আবদুল্লাহ আল মামুন বলেন, ওই তরুণের মোবাইলফোন থেকে গান সংগ্রহ করতে তার
ফোনটি নেয় নির্যাতিতা। পরে ফোনটি ফেরত দিতে গেলে ওই তরুণ ছাত্রীকে ধর্ষণ করে বলে প্রাথমিকভাবে জেনেছি। রোববার সকালে ওই
তরুণকে আসামি করে থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর মা। অভিযুক্ত তরুণকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
    
    
         
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
        
        
             www.amodbd.com