কুমিল্লায় পানি সম্পদ মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে ১ম পর্যায়ে  বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়নে মঙ্গলবার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কটকবাজার(বিবির বাজার চেকপোষ্ট) সীমান্তে গোমতী নদীর বাঁধে বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মহোদয় আফসানা বিলকিস। তিনি বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় সারাদেশে দশ লক্ষ বৃক্ষরোপণ করা হবে। যা চলমান রয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার বাস্তবায়নে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাস্থ গোমতী নদীর বাঁধে বিবির বাজার-কটকবাজার সীমান্ত থেকে শুরু করে সারাদিন ব্যাপী পাঁচ হাজার বৃক্ষরোপণ করা হবে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা পওর সার্কেলের সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় জনাব মোঃ জহিরুল ইসলাম। উক্ত কর্মসূচীর সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার সম্মানিত নির্বাহী প্রকৌশলী  মোঃ আবদুল লতিফ। উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম ফয়সাল।এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী-১ শাহজালাল সেলিম, শাখা কর্মকতা জনাব মোঃ শাহজাহান ভূঁইয়া এবং আমিসহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উক্ত কাজের ঠিকাদার মোঃ মজিবর রহমান এবং সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য ব্যক্তিবর্গ। উক্ত কর্মসূচীতে আরো সহযোগিতা করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ রুবেল হোসেন ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।