কুমিল্লায় বাড়ির ছাদে গাজাঁ চাষ!

অফিস রিপোর্ট
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক সংরক্ষিত ইউপি সদস্যের বাড়ির ছাদে গাজাঁ চাষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি সদস্যের ছেলে মোহাম্মদ মাসুদকে (৪৪) আটক করে ও ১০টি গাজাঁ গাছ উদ্ধার করে পুলিশ।
উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবীপুর গ্রাম থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়।
আটক মোহাম্মদ মাসুদ উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মনিকা বেগম ও মৃত মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে। সোমবার দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নবীপুর গ্রামে ইউপি সদস্য মনিকা বেগমের বাড়ির ছাদে মাদক চাষ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১০ টি গাঁজা গাছ, গাঁজা চাষ সংরক্ষণ ও বিক্রয়ের সরঞ্জাম উদ্ধার করে। গাঁজা চাষের অভিযোগে মহিলা ইউপি সদস্যর ছেলে মোহাম্মদ মাসুদকে রবিবার রাতে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম বলেন, নিজ বাড়ির ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।