প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২২, ১১:২৫ অপরাহ্ণ
কুমিল্লায় বিজিবির ওপর হামলা- গাড়ি ভাংচুর,মামলা দায়ের
কুমিল্লা নগরীর শাসনগাছায় অভিযানে আসলে চোরাকারবারিরা বিজিবির উপর হামলা চালায়। ভাংচুর করা হয় বিজিবির গাড়ি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোতয়ালী মডেল থানায় ৮ জনের নামোল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সহিদুর রহমান জানান,মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি ভারতীয় মালামাল উদ্ধারে এলে চোরাকারবারিরা রেল লাইন থেকে পাথর কুড়িয়ে নিক্ষেপ করে। এ সময় পাশে অবস্থিত রেলওয়ের লাইন নির্মাণ করা ম্যাক্স কোম্পানি অফিসে ক্যাম্পে গিয়ে আশ্রয় নেয় বিজিবি সদস্যরা। এসময় চোরাকারবারিরা বিজিবি গাড়ি ভাংচুর করে। ক্যাম্পের ভিতরে পাথর নিক্ষেপ করে।
ম্যাক্স কোম্পানির সিকিউরিটি অফিসার আব্দুল মালেক ভুঁইয়া বলেন, আমাদের ক্যাম্পের ভিতরে পোশাক পরা বিজিবি গাড়ি প্রবেশ করলে বাইর থেকে বৃষ্টির মত পাথর নিক্ষেপ করা হয়েছে। বিজিবির গাড়ি ভাংচুর করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com