অফিস রিপোর্টার।।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সাতজন। এর মধ্যে চেয়ারম্যান, ৫ জন সাধারণ সদস্য এবং ১ জন নারী সংরক্ষিত সদস্য। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন মোট ১২ জন প্রার্থী। এর মধ্যে ১০ জন সাধারণ সদস্য এবং ২ জন নারী সংরক্ষিত সদস্য।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান বাবলু। সদস্য পদে- ৩ নম্বর ওয়ার্ডের নাসিম ইউসুফ রেইন, ৯ নম্বর ওয়ার্ডে আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ১২নম্বর ওয়ার্ডে আবদুল কাইয়ুম চৌধুরী, ১৩নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান মজুমদার এবং ১৬নম্বর ওয়ার্ডে আবদুর রহিম। এছাড়া সংরক্ষিত ওয়ার্ড ৫নম্বর-এ বিজয়ী হতে যাচ্ছেন তানজিনা আক্তার।
এদিকে রোববার মনোনয়ন প্রত্যাহার করেন সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে শামীমা আক্তার চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ডে সালমা আক্তার। সাধারণ ২ নম্বর ওয়ার্ডে আতিকুর রহমান, মজিবুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে ওমর ফারুক, মনির হোসেন, ৪নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম, মোঃ সুমন, ৭নম্বর ওয়ার্ডে কাজী আখলাকুর রহমান, আমির হোসেন চৌধুরী, মোঃ মুজিবুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডে মোঃ বিল্লাল হোসেন ভূইয়া।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com