আমোদ প্রতিনিধি।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, কুমিল্লা নগরীতে বহুতল ভবন নির্মাতাদের পরিবেশের প্রতি আরো যত্নশীল হতে হবে। অপরিকল্পিত নির্মাণের কারণে যানজট, জলাদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ সৃষ্টি হয়। বুধবার কুমিল্লায় বিশ্ব বসতি দিবসের আলোচনা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ বছর "পরিবেশ বান্ধব নগর গড়ি, কার্বন নিঃসরণ সীমিত করি" এ স্লোগানে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর উম্মে কুলসুম মুনমুন, ব্রাকের আঞ্চলিক সমন্বয়কারী ওয়াসিম আকরাম, জেলা সমন্বয়কারী জিয়া উদ্দীন আহমেদ, মাঠ সমন্বয়কারী মো: হাসান রেজাউল করিম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পক্ষে মো. মাসুদ রানাসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com