অফিস রিপোর্টার।।
গত এক সপ্তাহে প্রায় ২০লাখ টাকার অবৈধ কাঠ জব্দ করেছে কুমিল্লা বন বিভাগ। চারটি পৃথক অভিযানে এসব অবৈধ কাঠ জব্দ করে সুয়াগাজী ফরেস্ট স্টেশন। সর্বশেষ পাঁচ লাখ টাকার কাঠ জব্দ করা হয়। মঙ্গলবার এবিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সুয়াগাজী ফরেস্ট রেঞ্জার আবুল কালাম আজাদ জানান, সোমবার সন্ধ্যায় অবৈধ কাঠ নিয়ে একটি নম্বরবিহীন ট্রাক সামনে অগ্রসর হলে তাদের ধাওয়া করি। সদর দক্ষিণের জামবাড়ি এলাকায় গিয়ে চালক ও হেলপারসহ বাকি লোকজন গাড়িটি রেখে পালিয়ে যায়।
কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম জানান, অবৈধভাবে কাঠ ও বন্যপ্রাণী পাচার রোধে আমাদের একটি শক্তিশালী টিম কাজ করছে। কিছুদিন পূর্বেও বিরল প্রজাতির ৯০টি কচ্ছপ উদ্ধার করেছি। লজিস্টিক সাপোর্ট বাড়লে পাচার রোধে আরও বেশি ভূমিকা রাখা যেতো।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com