প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২২, ১০:১৫ অপরাহ্ণ
কুমিল্লায় বি পজেটিভ ব্লাড ডোনার্সদের মিলনমেলা
কুমিল্লায় বি পজেটিভ ব্লাড ডোনার্সদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১ জুলাই) নগরীর কবি কাজী নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহাজাদা এমরান, মো. মোর্শেদ আলম, মুহাম্মদ ইমাম উদ্দীন, মো. মাজহারুল ইসলাম, ফাহাদ উদ্দিন, মো. আনোয়ার হোসাইন, ডি.এম. রিয়াদ, মো. আরিফুল হোসাইন, মোস্তাফিজ রহমান, সীমা আক্তার, রিমা ইসলাম, মিঠন মিয়া প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, রক্তদানে তরুণদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রযুক্তির কল্যাণে রক্তদাতারা এখন রোগী খুঁজ করেন। একটা সময় ছিলো রক্তদাতা না পাওয়া গেলে, টাকার বিনিময় মানুষ রক্ত সংগ্রহ করতো। রক্তদান স্বাস্থ্যের জন্য উপকারী। রক্তদানে অনেক উপকার আছে যার মধ্যে নিয়মিত রক্তদানকারীর হার্ট ও লিভার ভালো থাকে। ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে। রক্তে কোলস্টেরলের উপস্থিতি কমাতে সাহায্য করে। বছরে তিনবার রক্তদান শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়ায়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com