প্রতিনিধি।
ভারতে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা এলাকায় বিজিবির হাতে আটক ৩০ রোহিঙ্গা নাগরিক। বৃহস্পতিবার তাদের আটকের পর বুড়িচং থানায় হস্তান্তর করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান।
মারুফ জানান, বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী বুড়িচং উপজেলার খাড়েরা এলাকায় দিয়ে ৫টি রোহিঙ্গা পরিবারের ৩০ জন সদস্য ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবি তাদের আটক করে। আটক রোহিঙ্গাদের মধ্যে ৮ জন নারী, ১৬ শিশু ও ৬জন পুরুষ রয়েছে।
বিজিবির বরাত দিয়ে মারুফ রহমান আরো জানান, বুধবার সকালে এই ৩০ জন রোহিঙ্গা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে যায়। পরে বিভিন্ন বাহন যোগে কুমিল্লায় আসে। পরে বুড়িচং উপজেলার খাড়েরা এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় খাড়েরা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান বলেন, দুপুরে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। পরে কক্সবাজার কুতুপালং ক্যাম্পের সাথে যোগাযোগ করে একটি বাহনে বৃহস্পতিবার সন্ধ্যায় রোহিঙ্গাদের কক্সবাজার প্রেরণ করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com