প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২১, ৯:০৬ অপরাহ্ণ
কুমিল্লায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ১০ লাখ শিশু
আমোদ প্রতিনিধি।।
এ বছর কুমিল্লার নয় লাখ ৯৭ হাজার ৫০০ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে১১ মাস বয়সী এক লাখ ২১ হাজার ও ১২ থেকে৫৯ মাস বয়সী আট লাখ ৭৬ হাজার ৫০০ শিশুকে এ ক্যাপসুল দেওয়া হবে। বুধবার কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা.শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবার চার হাজার ৭৬৩ টি কেন্দ্রে ১৫দিন ধরে ক্যাপসুল খাওয়ানো হবে। ৫জুন থেকে ১৯জুন পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে লাকসাম পৌরসভায় ২৭টি, সিটি করপোরেশনে ৫৬ টি, নির্ধারিত সাইটে ২২টি, ইউনিয়ন পর্যায়ে চার হাজার ৬৫৬টি। এছাড়া কুমিল্লার পদুয়ার বাজারে বিশেষ ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে দুইটি।
কর্মশালায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ইশরাত জাহান ও জ্যেষ্ঠ চিকিৎসক ফিরোজ আল মামুন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com