কুমিল্লায় মাথায় ইট পড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

 

আমোদ প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ বাজারে মাথায় ইট পড়ে মাদরাসার ছাত্রী সালমা আক্তার (১৯) নিহত হয়েছেন। সালমা লালমাই বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বথতলার প্রবাসী আবদুল ওয়াদুদের মেয়ে। বুধবার উপজেলা পরিষদ সংলগ্ন বাগমারা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসায় ৩য় তলার সিঁড়ি রুমের দেয়াল ভেঙ্গে মাথায় ইট পড়ে এই ঘটনা ঘটে। একই ঘটনায় তাসফিয়া নামে অপর এক ছাত্রী আহত হয়েছেন। আহত তাসফিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমাই থানার উপ-পরিদর্শক সাধন কান্তি চৌধুরী মরদেহের সুরতহাল তৈরি করেন।
মাদরাসা সূত্রে জানা যায়, নিহত সালমা ওই মাদরাসার মিশকাত শ্রেণিতে পড়তো। আহত তাসফিয়া বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা ইব্রাহিম খলিলের মেয়ে।

এদিকে স্থানীয় সংবাদকর্মীরা বক্তব্য নিতে গেলে তাদের সাথে মাদরাসার অধ্যক্ষ হাফেজ মিজানুর রহমান অশোভন আচরণ করেন।

লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসায় মাথায় ইট পড়ে সালমা আক্তার নামের এক ছাত্রী নিহত হয়েছেন। ভিকটিমের পরিবার মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।