আমোদ প্রতিনিধি।।
ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে কোয়ান্টাম ফাউন্ডেশন কুমিল্লা শাখা বিশ্ব মেডিটেশন দিবসে উদযাপন করেছে।
শনিবার (২১ মে) কুমিল্লা নগরীর ধর্মসাগর নগর উদ্যানে এই অনুষ্ঠানের আয়োজন করা।
এতে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন কুমিল্লা শাখার দায়িত্বশীল মো. রাসেল। অনুষ্ঠানে মেডিটেশন বিষয়ক আলোচনা ও মেডিটেশনের আয়োজন করা হয়।
আলোচনায় বলা হয়,মেডিটেশন মনকে শান্ত করে। চিত্তকে করে সুস্থির। হৃদয়কে করে সমমর্মী। মেডিটেশন একজন মানুষকে উদ্বুদ্ধ করে আরো একটু ভালো হতে। অনুপ্রাণিত করে নৈতিক ও সহনশীল হয়ে উঠতে। এমন মানুষ চারপাশের সবার জন্য এবং সমাজের জন্য নিরাপদ ও প্রত্যাশিত। এ ধরণের মানুষের সংখ্যা যত বাড়বে তত
আমাদের দেশটা পরিণত হবে ভালো মানুষের দেশে। শান্তি-সুখে, নৈতিকতায়, স্বচ্ছলতা ও প্রাচুর্যে হয়ে উঠবে সুখী মানুষের দেশ-স্বর্গভূমি বাংলাদেশ।
সম্মিলিত বিশ্বাসে, দেশপ্রেমে, কর্মে, উদ্যমে ও সঙ্ঘবদ্ধ ভাবনায় আমাদের দেশকে এমনভাবে গড়ে তুলি। যেন আমাদের সাথে কণ্ঠ মিলিয়ে পৃথিবীজুড়ে সবাই বলে-ভালো মানুষ, ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com