কুমিল্লায় রঙিন ক্যাপসুলের সাথে চকলেট পেল শিশুরা


প্রতিনিধি।।
কুমিল্লায় রঙিন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেতে যাওয়া শিশুদের চকলেটও দেয়া হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনে শিশুদের লাল নীল ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে সোমবার ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশন মেয়র আরফানুল হক রিফাত। এসময় শিশুদের চকলেট দেন মেয়র।
প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, সারাদিনে নগরীর ৬ থেকে ১১ মাস বয়সী সাত হাজার ৮২৫ জনকে নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম , প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, প্রধান নির্বাহী প্রকৌশলী জিপি চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবু সায়েম ভূঁইয়া, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) জহিরুল ইসলামসহ বিভিন্ন শাখার কর্মকর্তারা।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আদর্শ সদর উপজেলার বউবাজার আশ্রায়ন প্রকল্পে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরীসহ অন্যান্যরা।
উল্লেখ্য- কুমিল্লায় জেলায় ১০ লাখ ৩ হাজার ৫০০জন ও নগরীতে ৫৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

inside post
আরো পড়ুন