অফিস রিপোর্টার।।
কুমিল্লায় অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ৮৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় প্রাণ গেছে আরও ১০ জনের। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২জনে।
সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম, মুরাদনগর ও দেবিদ্বারের দু'জন করে মারা গেছেন। এছাড়া দাউদকান্দি, লাকসাম, বরুড়া ও নাঙ্গলকোটে উপজেলায় একজন করে মারা গেছেন। এদের মধ্যে চারজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২ হাজার ৩৪৯টি নমুনা পরীক্ষায় ৮৩৫ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৬৬৫ জনে। আক্রান্তের হার ৩৫ দশমিক ৫ শতাংশ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com