কুমিল্লায় লকডাউন বাস্তবায়নে অভিযান

মাজহারুল ইসলাম।
গণপরিবহন চলাচল বন্ধ নিশ্চিত করতে (২৮ জুন) সোমবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয় । সরকারি নির্দেশনা মোতাবেক রিক্সা ব্যতিত অন্যান্য যাত্রীবাহী যান চলাচলের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সড়কে চলাচলকারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এছাড়াও সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছলিমুন্নেসা সুয়াগাজী বাজারে এলাকায় অভিযান চালিয়ে সচেতনতা সহ দুইজনকে জরিমানা করেন।
inside post
আরো পড়ুন