কুমিল্লায় শচীন দেব বর্মণের বাড়িতে জন্মদিন পালন
অফিস রিপোর্টার।।
কুমিল্লায় সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণের ১১৫তম জন্মদিন শুক্রবার পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে নগরীর দক্ষিণ চর্থার গোলপুকুরপাড়ে অবস্থিত শচীন দেব বর্মণের পৈতৃক ভিটায় অবস্থিত শচীন ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক শওকত ওসমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন ও সোহান সরকার, কুমিল্লার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আলী হোসেন চৌধুরী, অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, নাট্যকর্মী শাহজাহান চৌধুরী, বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব, সাংবাদিক অশোক বড়ুয়া, শচীন দেব বর্মণের জীবনী গ্রন্থের লেখক গোলাম ফারুক, সাবেক জেলা কালচারাল অফিসার বশীর উল আনোয়ার, চিত্র শিল্পী চন্দন দেব রায়, সাংস্কৃতিক কর্মী শেখ জহির ও আবুল কাশেম প্রমুখ।
এসময় জেলা শিল্পকলা একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ইউসুফ হাই স্কুল, যাত্রী সাংস্কৃতিক সংগঠন, পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদ, কুমিল্লা সাংস্কৃতিক জোট, সংলাপ কুমিল্লা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লাসহ অন্যান্য সংস্থার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।
উল্লেখ্য-সঙ্গীতঙ্গ শচীন দেব বর্মণ ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লা নগরীর চর্থার গোলপুকুরপাড়ে জন্মগ্রহণ করেন। শচীন দেব বর্মণ সঙ্গীতে অবদানের জন্য পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। তিনি ১৯৭৫ সালের ৩১ অক্টোবর মারা যান।
রঙিলা রঙিলা রঙিলারে, তুমি এসেছিলে পরশু, তোরা কে যাসরে ভাটির গাঙ বাইয়া, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ও শোন গো দখিন হাওয়া/ প্রেম করেছি আমিসহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার স্ত্রী মীরা দেব বর্মণও উপমহাদেশের অন্যতম গীতিকার। ছেলে রাহুল দেব বর্মণ উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে ভিন্নতা এনেছেন।