কুমিল্লায় সম্মাননা পেলেন ১২জন নারী মুক্তিযোদ্ধা

মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা কুমিল্লার ১২ জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ক্রেস্ট তুলে দেন আ ক ম বাহাউদ্দিন এমপি, আঞ্জুম সুলতানা সীমা এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। কনফারেন্স কক্ষে ফুল দিয়ে বরণ করা হয় মহান স্বাধীনতা যুদ্ধের এই সৈনিকদের। বাংলাদেশের পতাকার ডিজাইন সম্বলিত মাস্ক পরিয়ে দেওয়া হয়। এছাড়া লাল সবুজের উত্তরীয় প্রদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। সম্মাননা দেয়া হয় কুমিল্লার নারী মুক্তিযোদ্ধা নার্গিস সুলতানা, জোবেদা খাতুন, গীতশ্রী চৌধুরী, জয়শ্রী চৌধুরী, ফুলবানু বেগম, নূরজাহান বেগম, ফরিদা বেগম, আফিয়া বেগম, মোছাঃ রেহানা পারভীন, নার্গিস আক্তার খানম, আলেয়া বেগম ও বেলা রানী দাসকে।

 

উল্লেখ্য, সারাদেশে এদিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। ওই অনুষ্ঠানে সারাদেশ থেকে জেলা প্রশাসকরা ভার্চুয়ালি আয়োজনে যুক্ত ছিলেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লায় ১২ জন বীর নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।