কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দুইজন দগ্ধ

 

আমোদ রিপোর্টার

কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকায় খোরশেদ আলম সিএনজি ফিলিং স্টেশনে আগুন লেগে দুইজন দগ্ধ হয়। বৃহস্পতিবার বিকেলে কমপ্রেসার রুমে বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে সিএনজি ফিলিং স্টেশন কর্র্তৃপক্ষের দাবি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন ঘরমুখো মানুষ।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডুবাইরচর এলাকায় মহাসড়কের কুমিল্লাগামী অংশের পাশে খোরশেদ আলম সিএনজি ফিলিং স্টেশনে কমপ্রেসার রুমে বিস্ফোরণ আগুনের সূত্রপাত হয়। সেখানে কর্মরত ইঞ্জিনিয়ার সায়েদুল ও ম্যানেজার কামাল হোসেন বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে দগ্ধ হয়।
কুমিল্লা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, চারটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষ জানা যাবে।