আমোদ প্রতিনিধি।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ মাঠে সেনাবাহিনীর মিলিটারি ফার্মের ব্যবস্থাপনায় বিনামূল্যে গবাদি প্রাণীর চিকিৎসা দেয়া হয়। এসময় খামারিদের গবাদি প্রাণী পালনে উৎসাহ প্রদান করা হয়। বৃহস্পতিবার দিনব্যাপী কয়েক হাজার গরু-ছাগল, হাঁস-মুরগির চিকিৎসা দেয়া হয়েছে। গবাদি প্রাণীর বিনামূল্যে পরামর্শ ও সেবা পেয়ে খুশি এলাকার মানুষ।
আয়োজকরা জানান,সামাজিক দায়িত্ববোধ থেকে কুমিল্লা সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি এলাকার দরিদ্র জনসাধারণের গবাদি পশুর বিনামূল্যে টিকা,ওষুধসহ জেলা প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় চিকিৎসাসেবা দেয়া হয়।
বিনামূল্যে গবাদি পশুর চিকিৎসা ক্যাম্পেইন উদ্বোধন করেন-লে.কর্নেল একেএম মনজুর এলাহী। এসময় মেজর কাজী মো: ওমর ফারুক,ক্যাপ্টেন মো: মিজানুর রহমান,লে.মো: ওলিউর রহমান,লে.মো: শওকত জামান ও ভেটেনারি সার্জন ডা: মো: রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com