মোহাম্মদ শরীফ।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘরে গৃহবধূর গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। গত শনিবার (২৩) এপ্রিল সকালে ঐ গৃহবধূর স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধ সাদিয়া আক্তার এখন ঢাকা শেখ হাসিনা হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শরীরের প্রায় অর্ধেকাংশ পুড়ে গেছে। ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। ঘটনায় অভিযুক্ত স্বামী আসাদ সরকার গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে। দগ্ধ সাদিয়া একই উপজেলার পদ্মকোট গ্রামের মোঃ অপুল সরকারের মেয়ে। দগ্ধ সাদিয়া জানান, 'বাবা মারা যাওয়ার পর আমার স্বামী যৌতুকের জন্য চাপ দিতো। সাত-আট লাখ টাকা না দিলে আমাকে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে অনেক বার। শনিবার আমি বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকৃতি জানালে আমার স্বামী আমার গায়ে কেরোসিন ঢেলে আগুণ জ্বালিয়ে দেয়। এই ঘটনার বিষয়ে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, 'কিভাবে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তা জানা নেই। তবে মেয়ের পরিবারের কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com