প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২২, ৬:৩৬ অপরাহ্ণ
কুমিল্লায় সয়াবিন তেল লুকিয়ে রেখে বেশি দামে বিক্রি; জরিমানা
আমোদ প্রতিনিধি।।
কুমিল্লায় সয়াবিন তেল লুকিয়ে রেখে বেশি দামে বিক্রি করার অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নগরীর বাদশা মিয়ার বাজারের শাহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার ও রাকিব এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার জরিমানা করা হয়। এসময় দুই দোকালে লুকিয়ে রাখা ৩৪ লিটার তেল জব্দ করা হয়।
কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, বোতলজাত সয়াবিন তেলের মূল্য মুছে বেশি দামে বিক্রি করা হচ্ছিল এবং লুকিয়ে রেখে সয়াবিন তেলের দাম বাড়ানোর পায়তারা চলছে এমন খবরে অভিযান পরিচালনা করি। লুকিয়ে রাখা ঘষামাজা করা কিছু তেলের বোতল উদ্ধার করি। বোতলগুলি কুমিল্লার একটি এতিমখানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, কুমিল্লার বাজারে গুজব ছড়িয়ে কোন মহল যদি ফায়দা লুটার চেষ্টা করে ছাড় দেয়া হবে না। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com