আমোদ রিপোর্টার
কুমিল্লায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ৪৬ জন। আক্রান্ত হয়েছেন নগরীতে ছয়জন, আদর্শ সদর দুইজন, নাঙ্গলকোট সাতজন, হোমনা, লালমাই ও মনোহরগঞ্জে একজন করে, বুড়িচং ,চৌদ্দগ্রাম, দেবিদ্বার ও বরুড়ায় তিনজন করে, চান্দিনা চারজন, লাকসাম সাতজন ও মেঘনায় ছয়জন রয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা এখন পাঁচ হাজার ৭৭ জন। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
[caption id="attachment_1164" align="aligncenter" width="1015"] বিজ্ঞাপন[/caption]
জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, এখন জেলায় মোট করোনামুক্ত হয়েছেন তিন হাজার ৯৬ জন। এর মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন নগরীতে ৩৪ জন, নাঙ্গলকোটে আটজন ও দেবিদ্বারে চারজন।
এছাড়া করোনার আক্রান্ত হয়ে কুমিল্লায় সর্বমোট ১৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে বৃহস্পতিবার জেলার চান্দিনার একজন মারা গেছেন।
বৃহস্পতিবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ১৫১ জনের। নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ২৮ জনের।
[caption id="attachment_1158" align="aligncenter" width="1019"] বিজ্ঞাপন[/caption]
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com