আমোদ রিপোর্টার
কুমিল্লায় বৃহস্পতিবার নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৪৫৯ জনের। জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ১৪৬ জন। জেলায় এদিন সুস্থ হয়েছে ১৯৪জন। সর্বমোট সুস্থ হয়েছে তিন হাজার ৯৪৩জন। বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।
[caption id="attachment_1164" align="aligncenter" width="1015"] বিজ্ঞাপন[/caption]
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার শনাক্তদের মধ্যে রয়েছে সিটি করপোরেশন এলাকার ২৩জন, লাকসাম,আদর্শ সদর ও তিতাসের একজন করে,দাউদকান্দির দুইজন,বরুড়া,বুড়িচং ও দেবিদ্বারের চারজন করে, চান্দিনার ও নাঙ্গলকোটের ছয়জন করে।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২৩জন, আদর্শ সদর ও তিতাস দুইজন করে, মনোহরগঞ্জে ২১জন, মুরাদনগরে ১২৯জন, নাঙ্গলকোট তিনজন,লাকসামে ১৩জন, দেবিদ্বারে নয়জন ও বরুড়ায় দুই জনসহ এ দিন ১৯৪ জন সুস্থ হয়েছে। এ পর্যন্ত জেলায় ২৫ হাজার ২৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল এসেছে ২৫হাজার ১২৮টির।
[caption id="attachment_1154" align="aligncenter" width="1015"] বিজ্ঞাপন[/caption]
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com