প্রতিনিধি।।
কুমিল্লা ইপিজেড ২০২৩-২৪ অর্থছরে ৭১১ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। এখানের ৪৬টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানে ৫০ হাজার শ্রমিক কর্মরত রয়েছে। এদের মধ্যে ৬৬ শতাংশই নারী শ্রমিক। এছাড়া এতদাঞ্চলের পরিবেশ জনবান্ধব রাখতে কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগারের (সিইটিপি) অপারেশন কার্যক্রম সার্বক্ষণিক সচল রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা ইপিজেডের বেপজা কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান বেপজা কুমিল্লার নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেপজার নির্বাহী পরিচালক (গণসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ, সিইটিপি পরিচালনাকারী সিগমা ইকো-টেক লি. এর পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মির্জা মো. মনজুর কাদির প্রমুখ।
মতবিনিময় সভায় বেপজা কুমিল্লার নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব আরও বলেন, কুমিল্লা ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানসমূহের তরল বর্জ্যরে পাশাপাশি স্যুয়ারেজ বর্জ্য পরিশোধনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছে। এ ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানগুলোর সকল ধরনের তরল বর্জ্য একটি নির্দিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে সংগ্রহ করে পরিশোধনের পর ইপিজেডের দক্ষিণ পাশের খালে নিষ্কাশন করা হচ্ছে। সভা শেষে সাংবাদিকদের বর্জ্য ব্যবস্থাপনা ও সিইটিপির পরিশোধন কার্যক্রম দেখানো হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com