প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৫:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২১, ৯:২০ অপরাহ্ণ
কুমিল্লা ইপিজেডে স্টোররুমের বোর্ড ধসে নারী শ্রমিকের মৃত্যু

আমোদ প্রতিনিধি ।।
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি গার্মেন্টের নির্মাণাধীন স্টোররুমের ছাদ ঢালাইয়ের বোর্ড ধসে পড়ে জোসনা বেগম(৪৫) নামে নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন তিনজন। শনিবার ইপিজেডের নাসা গার্মেন্টে এই ঘটনা ঘটে। নিহত জোসনা কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার থিরা পুকুর পাড় এলাকার বাসিন্দা।
জানা যায়, নাসা গার্মেন্টে দীর্ঘদিন কাজ করছেন জোসনা। শনিবার সকালেও কর্মস্থলে যান তিনি। হঠাৎ গার্মেন্টের স্টোররুম অংশের বোর্ড ধসে পড়ে। সেখানে আহত হন চারজন। তিনজন দৌড়ে সরে আসার কারণে গুরুতর আহত হননি। কিন্তু জোসনা বেগম বের হতে পারেননি। গুরুতর আহত জোসনা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বোনের ছেলে রিপন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার খালার ছেলে সন্তান আছে। আমরা বুঝতে পারছি না কীভাবে কি হয়ে গেলো।
কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এটা আকস্মিক দুর্ঘটনা। নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com