অফিস রিপোর্টার।।
কুমিল্লা-চাঁদপুর রুটে ৪০বছর পর নতুন বাস সার্ভিস চালু হয়েছে। এনিয়ে কুমিল্লা- জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে মঙ্গলবার আইদি ও বোগদাদ নামের দুই পরিবহনের মধ্যে হট্টগোল হয়েছে।
সূত্র জানায়,মঙ্গলবার আইদি এন্টারপ্রাইজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। উদ্বোধনের পর বোগদাদ নামের আরেকটি সার্ভিসের লোকজন বাধা দেয় বলে অভিযোগ উঠে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আইদি এন্টার প্রাইজের উপদেষ্টা তাজুল ইসলাম সুমন বলেন, বিভিন্ন সময় এই রুটে নতুন সার্ভিস চালুর চেষ্টা করা হলেও বোগদাদ তাতে বাধা দেয়। আজও বাধা দিয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এবিষয়ে বোগদাদ সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন,অভিযোগ সঠিক নয়। ভুল বুঝাবুঝি হয়েছে। এটা এখন সমাধান হয়েছে।
সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে আইদি ও বোগদাদ পরিবহনের মধ্যে কিছু হট্টগোল হয়েছে। আমরা বিষয়টি সমাধান করে দিয়েছি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com