বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে ৪ দিনব্যাপী ১৬ ও ১৭তম কোর্স ফর রোভার মেট কোর্স পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন ১৬তম কোর্স ফর রোভার মেট এর কোর্স লিডার ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আরডি আবুল হাসানাত মো. মহসিনুল ইসলাম, ১৭তম কোর্স ফর রোভার মেটের কোর্স লিডার ও সহকারী লিডার ট্রেইনার মোহাম্মদ শরিফ জসীম, সহকারি লিডার ট্রেইনার আফরোজ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষক চট্রগাম জেলা রোভারের সাবেক যুগ্ন সম্পাদক মোহাম্মদ এনাম, সরকারি আলাওল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ফজিলাতুন্নিসা ডলি, কুমিলা জেলা রোভারের কোষাধ্যক্ষ মাঈনুদ্দীন খন্দকার, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের সহকারি অধ্যাপক মোহম্মদ আশরাফুল ইসলাম হাজারী, রুপসী বাংলা কলেজের অধ্যক্ষ ইয়াছিনুর রহমান, ক্যান্টনমেট কলেজের রোভার স্কাউট লিডার শহিদুল ইসলাম, ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার সুলতান মু. ইলিয়াস শাহ, আবু বকর সিদ্দিকী, তাসলিমা আক্তার, পিআরএস দিদারুল হক রিমন, লিয়াকত আলী।
৪ দিনব্যাপী কোর্স ফর রোভার মেট কোর্সে রোভার স্কাউটদের দক্ষতার বৃদ্ধির জন্য প্রাথমিক প্রতিবিধান, ক্রু মিটিং, ব্যাজ পদ্ধতি, লগ বই তৈরি, দড়ির কাজ, ক্যাম্পিং ও হাইকিং, কম্পাস ব্যবহার , ফিল্ডবুক তৈরি, কোড এন্ড সাইফার ইত্যাদি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com