প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
শুক্রবার শেষ বিকেলে নগরীর রানীর দিঘির পাড়, তালপুকুরপাড়, আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দিয়েছে। এতে সাধারণ মানুষ আতংকিত হয়ে পড়ে।
সূত্র জানায়,শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিলো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায়। কলেজটির উচ্চ মাধ্যমিক শাখার কান্দিরপাড় এলাকা পার হয়ে দেখা যায় রানীর দিঘির দক্ষিণপাড়ে দুই থেকে তিনশ’ কিশোর হাতে দেশীয় অস্ত্র নিয়ে ছোটাছুটি করছে। তাদের মধ্যে সামনে নেতৃত্ব দিচ্ছিলো আরো অন্তত ১৫-২০ টি মোটর বাইক। ওই মোটর বাইকগুলো বিকট আওয়াজ তুলে সড়ক প্রদক্ষিণ করে। ভিক্টোরিয়া কলেজের বাইরে রানীর দিঘিরপাড়ে বিভিন্ন জেলা থেকে সন্তানদের নিয়ে আসা অভিভাবকরা আতংকিত হয়ে পড়েন।
নগরীর তালপুকুপরপাড় এলাকবার অন্তত ১০ জন বাসিন্দা জানান, বিকেলে এক থেকে দেড়শ’ ছেলে হাতে ছেনি রামদা চাপাতি নিয়ে আসে। তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে গোটা তালপুকুরপাড় এলাকার বাসিন্দারা আতংকিত হয়ে পড়ে।
বিকেল সাড়ে ৪ টার দিকে আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাং তাদের আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দেয়। এ সময় সড়কে চলাচলরত যানবাহনের চালকরা ভয়ে সড়কের পাশে অবস্থান নেয়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com