গুলি-অস্ত্র প্রদর্শন
প্রতিনিধি।
কুমিল্লা নগরীর ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলি-ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়। শুক্রবার বিকেলে রানীর দিঘির পাড় ও ভিক্টোরিয়া কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় কিছু ছেলে খেলছিলো। এ সময় কিশোর গ্যাংয়ের শতাধিক সদস্য শটগাট, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় শটগানের গুলি ছোড়ে তারা।
স্থানীয়রা জানান, মহিলা কলেজ রোড এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রথমে হামলা চালায়। পরে ধর্মপুর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা পাল্টা হামলা চালানোর চেষ্টা করে। তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসায় দু’গ্রুপের সদস্যরা পালিয়ে যায়।
প্রতিপক্ষকে ঘায়েল করতে না পেরে ধর্মপুর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা নগরীর কান্দিরপাড় পুবালী ব্যাংকের সামনে জড়ো হয়। সেখানে তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ধর্মপুরের দিকে চলে যায়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম জানান, শহরজুড়ে পুলিশি টহল অব্যাহত আছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com