কুমিল্লা নগরীতে বেড়েছে ছিনতাই

 

inside post

মাহফুজ নান্টু।

ছিনতাইকারীরা আবারো মাথাছাড়া দিয়ে উঠেছে। রাত বাড়লেই কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীদের শিকার হচ্ছেন সাধারণ মানুষজন। গেলো কয়েক মাসে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটে।
কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা কালিপদ দেবনাথ ও তার এক বন্ধু কক্সবাজার থেকে কুমিল্লা ফেরেন। শুক্রবার ভোর রাতে তারা নগরীর লাকসাম সড়কের সালাউদ্দিন মোড় এলাকায় পৌঁছালে সিএনজি চালিত অটোরিকশায় যোগে পাঁচজনের একটি ছিনতাইকারী দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের শিকার কালিপদ জানান, শুক্রবার ভোরে যখন তিনি ও তার বন্ধু পলাশ কুমার দে সালাউদ্দিন মোড়ে পৌঁছান তখন ছিনতাইকারীরা তাদের জিম্মি করে। এ সময় নগদ ১৭ হাজার টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি কোতয়ালী মডেল থানায় অভিযোগ করবেন বলে জানান। একই সড়কে বৃহস্পতিবার ও বুধবার দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, এ নিয়ে পুলিশের কাছে তারা কোন অভিযোগ দেননি। এদিকে সাইফুল নামে আরেকজন ভুক্তভোগী জানান, নগরীর টমসমব্রিজ এলাকায় ছিনতাইকারীরা এক প্রকার রাজত্ব সৃষ্টি করেছে। সেখানে তিনি ট্রাফিক পুলিশের সহায়তায় ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পান।
ছোটন ভৌমিক নামে আরেকজন জানান, নগরীর দক্ষিণ চর্থা, সালাউদ্দিন মোড়, ঠাকুরপাড়া প্যারামেডিকেল ইন্সটিটিউট এলাকায় একটু নির্জন হলেই ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠে।

নাম না প্রকাশ করার শর্তে বিসিক শিল্পনগরীর একাধিক ব্যবসায়ী জানান, ঠাকুরপাড়া, বিসিক শিল্প এলাকা, ছায়াবিতান ও দৌলতপুর দিয়ে এখন টাকা পয়সা নিয়ে চলা যায় না। রাত হলে মাদক সেবনের টাকা জোগাড় করার জন্য একদল যুবক হিং¯্র হয়ে উঠে। রাতে ওইসব এলাকায় পুলিশের কোন টহল টিম চোখে পড়ে না।
এদিকে সম্প্রতি টাউনহলে অনুষ্ঠিত হওয়া এনসিপির পথসভা শেষে বেশ কিছু মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ নিয়ে কোতয়ালী মডেল থানায় বেশ কিছু সাধারণ ডায়েরি করেছে চুরি যাওয়া মোবাইলের মালিকরা।

চুরি ছিনতাই ঠেকাতে কোতয়ালী মডেল থানার পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে জানতে চাইলে ওসি মহিনুল ইসলাম জানান, আসলে লিখিত অভিযোগ পাইনি। তবে ছিনতাইকারীরা যে সকল স্থানগুলোতে ছিনতাই করে সেসব এলাকায় টহল বৃদ্ধি করবো। পাশাপাশি ছিনতাইকারী চক্রের সদস্যদের আটকে এলাকাভিত্তিক অভিযান পরিচালনা করা হবে।

আরো পড়ুন