প্রতিনিধি।।
কুমিল্লা নগরীতে হাতি দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির সময় দুইজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে সেনাবাহিনী। একই সঙ্গে দুইটি হাতিটিকেও উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক করা হয়, মৌলভীবাজারের বড় লেখা উপজেলার মৌলভীবাজার এলাকার মো. ইমরান ও মাদারীপুরের কালকিনি উপজেলার চর ঠেংগামারার বাসিন্দা নাজমুল কাজী।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, কুমিল্লা বন বিভাগে হাতি রাখার ব্যবস্থা না থাকায় দুই মাহুতের কাছ থেকে মুচলেকা রেখে হাতিসহ তাদেরকে নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com