প্রতিনিধি।
কুমিল্লা নগরীর অশোকতলার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে ৯ তলা ভবনের নিচতলায় তলায় এ আগুন লাগে। ভবনের প্রথম তলায় স্বপ্নের শোরুম, দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংক এবং তৃতীয় তলায় একটি কোচিং সেন্টার রয়েছে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবন থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নগরীর অশোকতলা এলাকার বাসিন্দা আসিফ ইকবাল জানান, বিকেলে যখন আগুনের সূত্রপাত হয় তখন দলে দলে লোকজন ভিডিও করছিলো। কেউ লাইভ করছিলো। ভিড় ঠেলে দমকল কর্মীরা এগিয়ে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
ভবনের দ্বিতীয় তলার অগ্রণী ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ বলেন, 'প্রচন্ড ধোঁয়ায় ব্যাংকের এসি গুলো গলে গিয়েছে। এখনি ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
ভবনের প্রথম তলায় স্বপ্নের এরিয়া ম্যানেজার এয়ার হোসেন জানান, আন্ডারগ্রাউন্ডে আগুন লেগেছে । ধোয়া প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়েছে । উপরে একটি কোচিং সেন্টার আছে । হুড়াহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরীফ আহমেদ কবির বলেন, তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে। নয়তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। প্রচন্ড ধোঁয়ায় হুড়াহুড়ি করে নামতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন। আমরা তাদেরকে কুমিল্লা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com