পূজায় শচীন দেব বর্মণের কৃতীত্ব
প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর ব্যতিক্রমী স্বরসতী পূজায় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। নগরীর রানীর বাজার সারদা পালের মাঠ সংলগ্ন এলাকায় এই পুজার আয়োজন করা হয়। শশী নামের বাসার সামনে আয়োজিত পুজার নাম দত্ত বাড়ির পূজা। এতে উপমহাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী কুমিল্লার কৃতী সন্তান শচীন দেব বর্মণের জীবনী,আলোকচিত্র ও প্রতিকৃতি তুলে ধরা হয়। পূজা মণ্ডপ হয়ে উঠে শচীনময়।
পূজাস্থলে মঙ্গলবার রাতে গিয়ে দেখা যায়,বাইরে শচীন দেব বর্মণের আলোকচিত্র। তার সাথে স্ত্রী গীতিকার মীরা দেব বর্মণ,ছেলে সংগীত শিল্পী রাহুল বর্মণ এবং পুত্রবধূ আশা ভোসলের ছবি রয়েছে। রয়েছে মান্না দে,মহাম্মদ রফি,লতা মুঙ্গেশকরের ছবি। ম-পে একপাশে চলছে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের ধর্মীয়,দেশাত্মবোধক ও লোক গানের আয়োজন। আছে নৃত্য। পাশে প্রতিকৃতি রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের।
অবসরপ্রাপ্ত জনতা ব্যাংক কর্মকর্তা দুলাল কৃষ্ণ দত্ত বলেন,তিনি অর্থনীতির ছাত্র। সংগীত বিষয়ে কম জানেন। শচীন দবে বর্মণ নিয়েও তেমন জানেন না। তাকে উৎসর্গ করে পূজার আয়োজন করায় প্রথমে বিস্মিত হয়েছেন। তবে নগরীর সুধীজন,শিক্ষক ,সাহিত্যিকদের এবিষয়ে আগ্রহ দেখে তার ভালো লাগছে। নগরী, বুড়িচং, ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন উপজেলা থেকে মানুষ পূজা দেখতে এসেছেন। শচীন দেব সম্পর্কে জানছেন। তার ছেলে ডা. অংকুর দত্ত ও পুত্রবধূ স্বস্তি সেন দত্ত এই আয়োজন করেছেন।
ডা. অংকুর দত্ত ও স্বস্তি সেন গুপ্ত বলেন,আমরা ১৮বছর ধরে পূজাটি আয়োজন করছি। বিভিন্ন সময় বিভিন্ন থিম নিয়ে কাজ করেছি। একবার ফুটবল বিশ^কাপ,আরেকবার করোনা প্রতিরোধ। এবার কুমিল্লার কৃতী সন্তান শচীন দেব বর্মণকে তুলে ধরেছি। আমরা কুমিল্লাকে তুলে ধরতে চাই। আমরা চাই ম-পে এসে যেন সবার শেখার সুযোগ সৃষ্টি হয়।
পূর্বাশা ও কচিকাঁচা মধুমতি মেলার উপদেষ্টা দীলিপ পোদ্দার বলেন,স্বরসতী বিদ্যার দেবী। সেই মেসেজ দত্ত বাড়ির পূজায় ফুটে উঠেছে। এখানে ধর্ম ও শিক্ষার সুন্দর মেলবন্ধন হয়েছে।
উল্লেখ্য, শচীন দেববর্মণ ১৯০৬ সালের পহেলা অক্টোবর কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার গোলপুকুরপাড় এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর ভারতে মৃত্যুবরণ করেন তিনি। তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মাণিক্য রাজপরিবারের সন্তান। তিনি উপমহাদেশের প্রখ্যাত সংগীতাজ্ঞ। তার স্ত্রী মীরা দেব বর্মণ গীতিকার ছিলেন। তার সন্তান রাহুল দেব বর্মণ উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিচালক ছিলেন। প্রখ্যাত শিল্পী আশা ভোঁসলে তার পুত্রবধূ।
শচীন দেববর্মণ টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল/রঙিলা রঙিলা রঙিলা রে/ কে যাস রে ভটির গাঙ বাইয়া/ শোন গো দখিন হাওয়াসহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com