চবির ছয় শতাধিক সাবেক শিক্ষার্থীর মিলনমেলা
প্রতিনিধি।।
ছয় শতাধিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলা শনিবার কুমিল্লা নগরীর একটি পার্কে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন কুমিল্লায় অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সাবেক শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলোচিত কাওয়ালী শিল্পীগোষ্ঠী আজাদী মঞ্চ এবং কুমিল্লা মহানগরীর ইতিবৃত্ত সংসদ। অনুষ্ঠানটি হয়ে উঠেছিলো একখন্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আলোচনার পাশাপাশি পুরো সময় জুড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা, জুনিয়র-সিনিয়র কুশলাদি, মতবিনিময় ও ছবি তোলার মধ্য দিয়ে কেটেছে চবিয়ানদের। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত, কুমিল্লায় জন্মগ্রহণকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও এই মিলনমেলায় অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিন, রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. মোশারেফ হোসেন ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা অধ্যাপক রেজাউল করিম এবং অস্ট্রেলিয়া ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর আশিকুর রহমান।
অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিয়া মোহাম্মদ তৌফিক ও মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহমেদ শিহাব উল্লাহ, কুমিল্লা আইনজীবী সমিতির গ্রন্থাগার ও বিনোদন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম এবং ফেরদৌস সায়েম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিলনমেলা কুমিল্লা ২০২৫’ শুধু একটি পুনর্মিলনী অনুষ্ঠান নয়; এটি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের অতীত, বর্তমান ও ভবিষ্যতের মাঝে এক দৃঢ় সেতুবন্ধন।আমি বিশ্বাস করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু পুঁথিগত জ্ঞানে নয়, মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং দেশপ্রেমেও সমৃদ্ধ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com