বাংলাদেশ স্কাউটসের আয়োজনে সিরাজগঞ্জের হার্টপয়েন্টে অনুষ্ঠিত সপ্তম জাতীয় কমিউনিটি ডেভোলাপমেন্ট ক্যাম্প (কমডেকা) কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের দুইটি ইউনিট অংশগ্রহণ করে।
কমডেকা অনুষ্ঠিত বিভিন্ন চ্যালেঞ্জ—বিপি পিটি, তাঁবুকলা, কমিউনিটি ডেভোলাপমেন্ট ভিলেজে গৌরব পতাকা অর্জন করে। কমডেকার মূল এরিনায় গৌরব পতাকা ও সম্মাননা স্মারক প্রাপ্তির পরে করতোয়া সাব ক্যাম্প চিফ ও লিডার ট্রেইনার অধ্যাপক মো. আবু তাহের ও কুমিল্লা জেলা রোভারের নবাগত সম্পাদক ও কমডেকা তথ্য সহকারী সমন্বয়ক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট লিডার নাঈম হোসেন আনন্দঘন পরিবেশে মিলিত হন।
এ মসয় কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের দুইটি ইউনিট সফলতার জন্য অভিনন্দন জানিয়ে বলেন,কমডেকা রোভার স্কাউটদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ ও ক্যাম্পিং প্রোগ্রাম, যেখানে স্কাউটরা সমাজসেবামূলক কার্যক্রম, নেতৃত্ব গুণ, সমস্যা সমাধানের দক্ষতা এবং টিমওয়ার্ক শেখার সুযোগ পায়। এ ছাড়া রোভারদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও জীবনমুখী শিক্ষা প্রদান, সংস্কৃতি চর্চা এবং সাংস্কৃতিক বিনিময়, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা, পরিবেশ সচেতনতা।
কমডেকায় অংশগ্রহণকারী রোভাররা হলেন সিনিয়র রোভার মেট মো. রাহিম, গার্ল ইন সিনিয়র রোভার মেট জায়েদা আক্তার লিজা, রোভার মেট নুশরাত জাহান, সহকারী রোভার মেট শাহরিয়ার আহমেদ, ব্যাপক দেওয়ান, আরাফাত হোসেন, জেরিন ফেরদৌস মিম, সানজিদা আক্তার স্মৃতি, সহ রোভার আব্দুর রহমান নাদিম, হারুন ত্রিপুরা,মো. ইয়া আলিফ, সাগর চন্দ্র সরকার, মো. ইসমাইল খান, সুদেব দাস, গার্ল ইন রোভার তানিয়া আক্তার, রুবিনা আক্তার, নূরে তাইয়্যেবা, রোকসানা আক্তার।
সিরাজগঞ্জের হার্টপয়েন্টে অনুষ্ঠিত সপ্তম জাতীয় কমডেকায় দেশের কলেজ,পলিটেকনিক, বিশ্ববিদ্যালয় ও মুক্ত রোভার স্কাউট দলের মাধ্যমে ৪টি ভিলেজে ৮টি সাব—ক্যাম্পে ৩৯০টি ইউনিট থেকে প্রায় ৫ হাজার কর্মকর্তা ও রোভার স্কাউটরা অংশগ্রহণ করে।
কমডেকায় চলাকালীন সময়ে রোভারা আলোকিত সমাজ কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষ রোপন, রাস্তা মেরামত, সেনিটেশন তৈরি, বীজ বিতরণ, জনসচেতনতা তৈরি করে।
বির্তক, ক্যারিয়ার প্ল্যানিং, ফিল্যান্সিং, ওয়াটার এক্টিভিটিজ, হাইকিং, অবস্ট্যাকল, ফান এন গেইম, তাঁবু জলসা ইত্যাদি আর্কষণীয় চ্যালেঞ্জ ছিল। কমডেকাটি আনুষ্ঠানিকভাবে ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় সমাপ্ত হয়। -প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com