কুমিল্লা বিভাগ ঘোষণায় টালবাহানা না করার আহবান

প্রতিনিধি।।

কুমিল্লাকে বিভাগ ঘোষণায় কোন প্রকার টালবাহানা না করার আহবান জানিয়েছেন স্বেচ্ছাসেবকবৃন্দ। বৃহস্পতিবার চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি ও স্বেচ্ছাসেবকবৃন্দ দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা কাজী মোঃ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর হোসেন সাহেদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সামছুল আলম কামাল, জাগরনী মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাবের হোসাইন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্তাধিকারী আবুল হাশেম ভুঁইয়া, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম পৌর মিতালী ক্লাবের সেক্রেটারী আবু মুসা, ইসলামিয়া ব্যাটারীর স্বত্বাধিকারী জসিম উদ্দিন হাসান, চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির পরিচালক মোস্তফা আলী, রোভার স্কাউটস্ লিডার নাজমুস সাকিব বিন মোস্তফা।
চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির সাইদুল ইসলাম সিয়ামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির সিনিয়র সদস্য আনিকা আক্তার, সদস্য তিশা দাশ, মিজানুর রহমান, কাজী রায়হান, আবু বক্কর ছিদ্দিক, মারিয়া আক্তার, রিমা ফরায়েজী। অনুষ্ঠানে চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। এছাড়াও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, চৌদ্দগ্রাম সরকারি কলেজ অনুমোদিত অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটি। প্রতিষ্ঠার পর থেকে রক্তদান ও ভর্তি কার্যক্রমে সহযোগিতাসহ শিক্ষার্থীদের কল্যাণে নিয়োজিত রয়েছে।