 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ১০:০১ অপরাহ্ণ
 কুমিল্লা বিভাগ দাবিতে কাতার প্রবাসীদের স্মারকলিপি  
  
    
    
    
প্রতিনিধি।।
কাতারের বাংলাদেশ দূতাবাসে "কুমিল্লা পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণা ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বাস্তবায়নের দাবিতে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন কাতারস্থ বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদের নেতারা।  দূতাবাসের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি কাতার শাখার আহ্বায়ক এম এম নূর ও আমিনুল ইসলাম, কাউসার হোসেন, কবির আজ্জম, গাজী কাওসার, কবির হোসেন,  মোঃ জুবায়ের, আল আমিন,
মোঃ সাহাব উদ্দিনের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
রাষ্ট্রদূত হযরত আলী খান বলেন "আমরা এটি যথাযথভাবে সরকারের উচ্চমহলে প্রেরণের ব্যবস্থা করবো।"
প্রবাসীরা বলেন, কুমিল্লা অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুমিল্লা  বিভাগ শুধু আঞ্চলিক স্বার্থ নয়, এটি দেশের সার্বিক উন্নয়ন কাঠামোর অংশ হিসেবেই বাস্তবায়ন করা উচিত।
 
 
 
    
    
         
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
        
        
             www.amodbd.com