প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরহাদ কাউসারকে ছাত্রলীগ মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এক নেত্রী। তিনি নুসরাত জাহান সৌরভী। সৌরভী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের বিষয়টি নুসরাত জাহান সৌরভী সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় তার নিজ ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ‘নওয়াব ফয়জুন্নেছা হল,কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে নিজ স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে আমি এমন একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম।’
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান সৌরভী বলেন, ‘আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও জানেন দেশে কি হচ্ছে। সেই মানবিক দিক বিবেচনা করে আমি শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি।’
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com