অফিস রিপোর্ট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচের মধ্যে রাত ১১.১৫ টায় কালো ব্যাজ ধারণ ও শোক র্যালি, ১১.৩০ টায় আলোচনা সভা, ১২.০১ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে শহীদদের জন্য দোয়া। রাত ১২.০১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ। শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, অনেক শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে বাঙালি জাতি একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়। ভাষা শহীদদের রক্তে লেখা মাতৃভাষা ভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র আমরা পেয়েছি। আমরা সেই সকল ভাষাসৈনিককে কখনই ভুলবো না। এই ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৯৯ সালে প্যারিসে ইউনেস্কোর জেনারেল কনফারেন্সে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। যা আমাদের জন্য গর্বের। আমরা বিভিন্ন ভাষায় কথা বলতে ও জানতে পারবো কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যেন আমাদের ভাষার অমর্যাদা না করি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com