প্রতিনিধি।।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আগামীকাল বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেনীসহ বোর্ডের আওতাধীন ছয় জেলার কয়েকটি স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন।
তিনি জানান, এ তিন বিষয়ের পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
আগামীকাল পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার সারাদিন অবলোকনের পর বন্যা পরিস্থিতির উন্নতির খবর না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com