প্রতিনিধি
৮ডিসেম্বর ছিলো কুমিল্লা মুক্ত দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার কুমিল্লা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। কুমিল্লা জেলাপ্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে টাউন হল থেকে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণ করেন সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. আবদুল মান্নান, সিটি করেপোরেশনের প্রধান নির্বাহী ড.সফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুলসহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সন্ধ্যায় টাউন হল প্রাঙ্গণে শিখা প্রজ্জ্বলনসহ আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com