প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ
কুমিল্লা মুক্ত দিবস পালিত
প্রতিনিধি।।
আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় কুমিল্লা। এদিন বিকালে কুমিল্লা টাউন হল মাঠে তৎকালীন পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান মরহুম জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা ও কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমদ আলী স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। সকাল ৯ টায় কুমিল্লা টাউনহল মাঠে পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালি শেষে নগর উদ্যানে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশ নেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার শফিউল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান পাখি, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক সেলিম, সিভিল সার্জন নাসিমা আক্তারসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com